kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডুবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউত্তাল বঙ্গোপসাগর থেকে তীরে ফেরার পথে এফবি সফুরা-৩ নামের একটি ট্রলার ২০ জেলেসহ ডুবে গেছে। গত বুধবার দিবাগত শেষ রাতে গভীর সমুদ্রের মাঝে জেগে ওঠা চর বিজয়ের কাছে এলে টলারটি ডুবে যায়। জেলেদের উদ্ধার করা সম্ভাব হলেও ট্রলারটি উদ্ধার করা যায়নি। এ ছাড়া ওই রাতে এফবি সায়েম ও সুলতান নামে দুটি ট্রলার তীরে ফেরার পথে চর বিজয়ে আটকে যায়। ইউসুফ মাঝি আরো জনায়, রাতে সাগর হঠাৎ উত্তাল হয়ে ওঠায় জেলেরা নিরাপদ আশ্রয়ের জন্য তীরে ফিরতে শুরু করে। সমুদ্রের মাঝে জেগে ওঠা চরে কোনো সিগনাল বাতি না থাকায় ট্রলারগুলো এসে চরে প্রচণ্ড বেগে ধাক্কা খেয়ে এফবি সফুরা-৩ ট্রলারটি নিমজ্জিত হয় এবং অপর দুটি ট্রলার ৪০ জেলেসহ চরে আটকা পড়ে। আটকে যাওয়া ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আবারও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে।

মন্তব্যসাতদিনের সেরা