kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

গফরগাঁওয়ে সংঘর্ষে নিহত ১

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে হুমায়ুন কবির (৩২) নামের একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার ধোপাঘাট গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ধোপাঘাট গ্রামের মৃত আব্দুল মতিন ও মৃত শহর আলী মণ্ডলের পরিবারের মধ্যে আগেও ঝগড়া-মারামারির ঘটনা ঘটে। দুই বছর আগে একটি সংঘর্ষের ঘটনায় মৃত আব্দুল মতিনের ছেলেরা মৃত শহর আলী মণ্ডলের ছেলেদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় শহর আলী মণ্ডলের ছেলে শরিফুল, আলিফ ও নয়ন গ্রেপ্তার হয়ে জেলহাজতে যান। পরে তাঁরা জামিন পেয়ে বিদেশে চলে যান। সম্প্রতি তাঁরা দেশে ফিরে এলে দুই পরিবারের বিরোধ নতুন করে শুরু হয়।

গত বুধবার বিকেলে দুই পক্ষে ধাওয়াধাওয়ির সময় একটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় রামদার আঘাতে মৃত আব্দুল মতিনের ছেলে হুমায়ুন কবির, জজ মিয়া ও শহর আলী মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হুমায়ুন কবিরের মৃত্যু হয়। আহত জজ মিয়াকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও আশরাফুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী ও গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গফরগাঁও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, দুই পরিবারের বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ ও লাশের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা