kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

পিতৃপরিচয় মিলল ১৭ বছর পর

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার ধুনটে ধর্ষণের শিকার বাস্তুহারা এক নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের পিতৃপরিচয় মিলেছে। উচ্চ আদালতের নির্দেশে ঘটনার প্রায় ১৭ বছর পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, ২০০০ সালে নিজেদের বসতভিটা বাঙ্গালী নদীর ভাঙনে বিলীন হয়ে গেলে স্থানীয় সোনাহাটা বাজার এলাকায় রাস্তার পাশে ঝুপড়ি ঘর তুলে মায়ের সঙ্গে বসবাস করছিলেন ওই নারী। ২০০১ সালে জয়শিং গ্রামের গমির উদ্দিন মণ্ডলের বখাটে ছেলে মাহফুজার রহমান ঝুপড়ি ঘরে ঢুকে ওই মেয়েকে ধর্ষণ করেন। তাতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ধুনট থানায় ধর্ষণের মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজার রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এদিকে ধর্ষণের শিকার ওই কন্যাসন্তানের জন্ম দেন। অন্যদিকে মামলায় প্রায় ছয় বছর আগে মাহফুজার রহমানের যাবজ্জীবন সাজার আদেশ হয়। দণ্ডপ্রাপ্ত মাহফুজার রহমান বর্তমানে বগুড়া জেলা কারাগারে রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা