kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

রাজশাহী বার লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

হয়। এরপর বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন মেয়র। পরে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লোকমান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, বাংলাদেশ বার কাউন্সিল মেম্বার অ্যাডভোকেট মো. ইয়াহিয়াসহ বার অ্যাসোসিয়েশনের নেতা ও অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা