kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

যশোরে ডেঙ্গু আক্রান্ত দুই হাজারের বেশি

যশোর অফিস   

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযশোরে ডেঙ্গু আক্রান্ত দুই হাজারের বেশি

ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য বাতাবি লেবুর খোসা ছাড়িয়ে পাত্রে রাখছেন এক স্বজন। ছবিটি গতকাল যশোর জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আগে রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকলেও এখন গ্রাম থেকেই বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এদিকে একসময় অ্যালবোপিকটাস মশা গ্রামাঞ্চলে খুব কম থাকলেও বর্তমানে গ্রামে এ মশার বিস্তার বেড়েছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার।

যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. উবাইদুল কাদির উজ্জ্বল বলেন, “আইসিডিডিআরবি থেকে চলতি সপ্তাহে আমরা বিষয়টি জেনেছি। ‘অ্যালবোপিকটাস’ এডিস মশারই একটি প্রজাতি। এই মশাও ডেঙ্গুর বাহক হিসেবে কাজ করে। ডেঙ্গু আক্রান্ত কাউকে কামড়ানোর পর ওই মশা সুস্থ আরেকজনকে কামড়ালে তারও ডেঙ্গু হওয়ার আশঙ্কা আছে। এডিস মশার পাশাপাশি এ মশাও ডেঙ্গু ছড়াচ্ছে বলে আমরা মনে করছি। কারণ আগে যশোরে শহরের রোগী হাসপাতালে বেশি ভর্তি হলেও বর্তমানে গ্রামাঞ্চলের রোগীই বেশি আসছে। তাতে ধারণা করা যায়, এ অঞ্চলের গ্রামগুলোতে এডিসের পাশাপাশি এলবোপিকাস মশারও বিস্তার ঘটেছে।”

এদিকে গতকাল দুপুর পর্যন্ত যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল দুপুর পর্যন্ত) ভর্তি হওয়া ৭৪ জন ডেঙ্গু রোগীসহ মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩১। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৩৬ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোরে দুই হাজার ৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৭৯৫ জন। চিকিৎসাধীন রয়েছে ২৩৬ জন। যার মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ জন, আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৮ জন ও বেসরকারি হাসপাতালে ৩৩ জন।

মন্তব্যসাতদিনের সেরা