kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

বাঁশের খুঁটি দিয়ে সেতু রক্ষার চেষ্টা

নড়াইল প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাঁশের খুঁটি দিয়ে সেতু রক্ষার চেষ্টা

নড়াইল সদর উপজেলার হিজলডাঙ্গা-মুলিয়া সড়কে সীতারামপুর খালের ওপর নির্মিত হিজলডাঙ্গা সেতুটি প্রায় চার বছর ধরে ঝুঁকিপূর্ণ। দুই বছর আগে এলাকাবাসী সেতুর তলায় বাঁশ ও গাছ দিয়ে ঠেকা দেয়। ছবি : কালের কণ্ঠ

এবড়োখেবড়ো ইটের রাস্তা, এর ওপর আবার সেতুর মরণদশা। এই সেতু দিয়েই প্রতিদিন হাজারো লোকের চলাচল। প্রায় দুই বছর ধরে বাঁশ দিয়ে সেতুটি ঠেকানোর চেষ্টা করছে এলাকাবাসী। মাঝেমধ্যে বাঁশ নষ্ট হয়ে গেলে তা পরিবর্তন করে নতুন বাঁশ দেওয়া হয়। আর সেই সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পাঁচ ইউনিয়নের হাজারো মানুষ। কয়েক বছর ধরে এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পায়নি।

নড়াইল শহর থেকে চার কিলোমিটার দূরে নড়াইল-যশোর সড়কের সঙ্গে লাগায়ো হিজলডাঙ্গা-মুলিয়া সড়ক। এই সড়কের মাঝে মুলিয়া ইউনিয়নের সীতারামপুর খালের ওপর নির্মিত হিজলডাঙ্গা সেতু। প্রায় চার বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ। দুই বছর আগে এলাকাবাসী টাকা তুলে সেতুর তলায় বাঁশ ও গাছ দিয়ে ঠেকা দেয়।

নড়াইল সদর উপজেলা প্রকৌশলী মো. গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ নির্বাহী প্রকৌশলী বিধানচন্দ্র সমাদ্দার ওই সেতুটি দেখে এসেছেন। সেতুটির অবস্থা আসলেই ভালো না।’

মন্তব্যসাতদিনের সেরা