kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

শাহজাদপুরে সাবরেজিস্ট্রারকে অপসারণের দাবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাবরেজিস্ট্রার সুব্রত কুমার দাসের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শাহজাদপুরবাসীর ব্যানারে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলিল লেখক শিমুল মিয়া। বক্তব্য দেন হাবিবুল্লাহনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মহির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান হিরোক, নেসারুল হক, আকাশ মিয়া, অন্তু আজম, নাজিম শেখ, লাবলু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ‘সাবরেজিস্ট্রার সুব্রত কুমার দাসের ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তার পরেও অদৃশ্য শক্তির বলে তিনি প্রায় দুই সপ্তাহ ধরে স্বপদে বহাল রয়েছেন। এ সময় তাঁরা সুব্রত কুমার দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্যসাতদিনের সেরা