kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

বঙ্গোপসাগরে ঢেউয়ের তাণ্ডবে ১২ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৩

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের তাণ্ডবে রাঙ্গাবালীর সোনারচরসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে নামবিহীন একটি ট্রলার ১২ জেলেসহ ডুবে গেছে। নিমজ্জিত ট্রলারের ৯ জেলেকে সকাল ৬টার দিকে মৌডুবীর একটি ট্রলারের সহায়তায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে নিখোঁজ রয়েছেন মো. নাঈম হোসেন (২০), মো. কবির হোসেন (৩৫) ও মো. ফরহাদ হোসেন (৩০) নামের তিন জেলে। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার বোরহানউদ্দিনের জয়া গ্রামে।

উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা গেছে, সোনাচরসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ভোলার বোরহানউদ্দিনের জয়া গ্রামের সেরাজ বদ্দারের ট্রলারে মাছ শিকার করছিল জেলেরা। রাত ১টার দিকে ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ১২ জেলেসহ ডুবে যায়। গতকাল শনিবার সকাল ৬টায় ৯ জেলেকে ভাসমান অবস্থায় মৌডুবীর অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে মৌডুবি নিয়ে আসে।

 

মন্তব্যসাতদিনের সেরা