kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

চুয়াডাঙ্গা হাসপাতালে পড়ে আছে বেওয়ারিশ লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাশঘরে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ (৭০) পড়ে আছে।

গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ২৮ আগস্ট থেকে হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবীর জানান, ২৮ আগস্ট রাতে মেডিসিন ওয়ার্ডে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধকে কে বা কারা ভর্তি করে। পরে হাসপাতালের পক্ষ থেকে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, লাশের পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা