kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

মুক্তিযোদ্ধা মোখলেছুর হত্যাচেষ্টাকারীদের বিচার দাবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনীলফামারীর সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের ওপর হামলা ও হত্যাচেষ্টায় দায়েরকৃত মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ড ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে শহীদ স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন করা হয়। সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। ঘণ্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখা, মুক্তিযোদ্ধা রেলওয়ে থানা কমান্ড ও সন্তান কমান্ড, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি সৈয়দপুর উপজেলা শাখা এবং মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্কুলের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয় তারা। মানববন্ধন চলকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক ও মো. ইউনুছ আলী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ম. আ. শামীম, মুক্তিযোদ্ধা রেলওয়ে থানা কমান্ডার মো. মোজাম্মেল হক, প্রজন্ম ’৭১-এর সদস্য সাংবাদিক এম আর আলম ঝন্টু, হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা  ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমানের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের বেশ কয়েক দিন অতিবাহিত হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা