kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

কর্মসংস্থানের দাবি দাশিয়ারছড়ার যুবাদের

কুড়িগ্রাম প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্মসংস্থানের দাবি দাশিয়ারছড়ার যুবাদের

কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার শিক্ষিত তরুণ-তরুণীরা কর্মসংস্থানের দাবিতে গতকাল মানববন্ধন করে। ছবি : কালের কণ্ঠ

‘বাঁচার মতো বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই’ এই শ্লোগানে দেশের সর্ববৃহৎ বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার শিক্ষিত বেকাররা কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল শনিবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়ার কালিরহাট বাজারে দীপক চন্দ্র সেনগুপ্ত সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন, সহসভাপতি হুমায়ুন কবির, তাজুল ইসলাম, মোস্তাফিজার রহমান, মনির হোসেন, কল্পনা আক্তার, তানিয়া আক্তার, এমিলি আক্তার প্রমুখ।

উল্লেখ্য, দাশিয়ারছড়ায় শিক্ষিত বেকারের সংখ্যা সহস্রাধিক। এই জনগোষ্ঠীকে কর্মসংস্থানের আওতায় আনার জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পাশাপাশি স্থায়ী কাজের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

মন্তব্যসাতদিনের সেরা