kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

নদীতে নিখোঁজ যুবকের লাশ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ    

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গৌরীপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মিলেছে ওয়াজকুরুনি নামে এক যুবকের লাশ। গতকাল শুক্রবার সকালে সুরিয়া নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওয়াজকুরুনি বাউশালীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নৌকায় করে জাল নিয়ে বাড়ির পাশে সুরিয়া নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে জেলা ফায়ার সার্ভিসের ডুবুরিদল ওই নদীতে অভিযান চালিয়ে গতকাল ওয়াজকুরুনির লাশ উদ্ধার করে। ডুবুরিদলের সদস্য ও ফায়ারম্যান সারোয়ার আলম খান লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা