kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের বাহুবলে সাইফুল ইসলাম নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক নারী আহত হয়েছেন। ডাকাতরা ওই বাড়ি থেকে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ। গতকাল শুক্রবার ভোরে চিচিরকোট গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময় এক নারী আহত হন। জানা যায়, গত বৃহস্পতিবার দুবাই প্রবাসী সাইফুলের বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরে মুখোশধারী ছয় সদস্যের একটি ডাকাতদল ওই বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা সবার হাত-পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে মাটিতে ফেলে রাখে। এ সময় এক ডাকাতের অস্ত্রের আঘাতে সাইফুলের স্ত্রী আহত হন। শেষে তিন ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ছয়টি লাইটসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ।

মন্তব্যসাতদিনের সেরা