kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

ঝালকাঠি প্রতিনিধি    

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠিতে গোপন বৈঠককালে জামায়াতের ১৬ নেতাকর্মীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে শহরের শীতলাখোলা এলাকায় জামায়াত নেতা আবদুল কুদ্দুসের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। ওই বাসায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র নিয়ে প্রস্তুতির জন্য গোপন বৈঠক করছিলেন তারা। এ সময় তাদের কাছ থেকে বৈঠক পরিচালনার কয়েকটি বই উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, পৌর জামায়াতের আমির আব্দুল হাই সিকদার ও ওই বাসার মালিক মহিউদ্দিন খোকন আছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। মামলায় ওই ১৭ জন ছাড়াও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা