kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

রেল ভূমির বাসিন্দাদের উচ্ছেদ না করার দাবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারীর সৈয়দপুরে রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদ না করে ওই জমি বরাদ্দ কিংবা বন্দোবস্তের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শহরের শেরেবাংলা সড়কের তামান্না সিনেমা হল মোড়ে সভাটি অনুষ্ঠিত হয়। রেলের জমিতে বসবাসকারীদের সংগঠন অধিকার এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অধিকারের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বাদল, তুষার কান্তি রায়, এস এম ওবায়দুর রহমান, আমিনুল হক, মো. রফিকুল ইসলাম বাবু, মো. মোজাম্মেল হক, তাসলিম, মো. একরামুল হক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অধিকারের সহসভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন। সভা থেকে দাবি পূরণে আগামী ১৪ সেপ্টেম্বর মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা