kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

বিজিবির সচেতনতামূলক সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁর ধামইরহাটের চকিলাম সীমান্তে পুশ-ইন প্রতিরোধ, সীমান্ত অপরাধ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদক সেবনের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চকিলাম বিওপির অন্তর্গত দুর্গাপুর ঈদগাহ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ১৪ বিজিবির মেডিক্যাল অফিসার মেজর আহমদ নিবরাস খান, প্রধান শিক্ষক রেজাউল করিম বাচ্চু, সহকারী শিক্ষক সাবুবুর রহমান সাবু, ইউপি সদস্য নুরন্নবী ইসলাম চঞ্চল প্রমুখ। এ সময় বিজিবির চকচণ্ডী বিওপির কম্পানি কমান্ডার সুবেদার মো. ইদ্রিস আলী, কালুপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোস্তাক আহমেদ, চকিলাম বিওপির কমান্ডার হাবিলদার জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ উপলক্ষে বিজিবির মেডিক্যাল অফিসার নিবরাস আহমদের নেতৃত্বে বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা