kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

নির্বাচনী সহিংসতা

রাজাপুরে ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচনের সময় সহিংসতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শুক্তগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজিবুল হকের ছেলে শাহিন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজাপুর থানা-পুলিশ জানায়, গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় উপজেলার কানুনিয়া গ্রামে শাহিন মৃধা ও তাঁর লোকজন প্রতিপক্ষের মো. জামাল হোসেনকে কুপিয়ে জখম করে। পরে জামাল বাদী হয়ে মামলা করেন।

মন্তব্যসাতদিনের সেরা