kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পঞ্চগড় এক্সপ্রেস

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের বিরামপুরে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ৭৯৩ আপ নন-স্টপেজ ট্রেনটি অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ট্রেনটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে ভাঙা লাইন সাময়িক মেরামতের প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিরামপুর রেলস্টেশন মাস্টার আব্দুল্লাহ জানান, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে স্টেশনটির উত্তরে মৌপুকুর গুচ্ছগ্রামের পাশে রেললাইনের সংযোগস্থল ভাঙা দেখে অজ্ঞাতপরিচয় পথচারী তাঁদের খবর দেন। ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটির বিরামপুর অতিক্রম করে পঞ্চগড়ের দিকে যাওয়ার কথা ছিল।

মন্তব্যসাতদিনের সেরা