kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

হবিগঞ্জে শপথ নিলেন তিন ইউপি চেয়ারম্যান

হবিগঞ্জ প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। তাঁরা হলেন চুনারুঘাটের সদর ইউপি চেয়ারম্যান কাওছার বাহার, বানিয়াচংয়ের সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয় কুমার ও মাধবপুরের আন্দিউড়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ খান হেলাল। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা শপথ নেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ তাঁদের শপথবাক্য পাঠ করান।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই উল্লিখিত তিনটি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে গতকাল আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামছুজ্জামান, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনউদ্দিন ইকবাল, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা