kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ভাঙ্গুড়ায় শিক্ষকের পিটুনি, শিশু হাসপাতালে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন প্রধান শিক্ষক। এর মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রধান শিক্ষক তাদের পিটুনি দেননি বলে দাবি করেন।

আহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার টিফিনের পর বাংলা ক্লাস নিতে শ্রেণিকক্ষে আসেন প্রধান শিক্ষক নাসির উদ্দিন। এ সময় বাড়ির কাজ না করায় এবং পড়া না পারায় আবদুল মোমিন ও মরিয়মকে পিটুনি দেন প্রধান শিক্ষক। পরে শিশু দুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে।

মন্তব্যসাতদিনের সেরা