kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান নেতৃত্ব দেন। আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৭৮ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট বিজয় কুমার শিং। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই পক্ষই সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা যেকোনো সময় ব্যাটালিয়ন, কম্পানি বা বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ বা পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য একমত হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা