kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

সিংড়ায় শিক্ষা কর্তার বদলি চেয়ে মুক্তিযোদ্ধার চিঠি

সিংড়া (নাটোর) প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের সিংড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল হাসানের বদলি চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন মুক্তিযোদ্ধা লুত্ফুর রহমান। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তাঁর বদলির আবেদন করেন।

এদিকে ওই কর্মকর্তার বদলি চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সচিব ও ডিজি বরাবর ডিও লেটার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিনি পৃথক পৃথক তিনটি ডিও দেন। তাঁর পত্রে নীতিমালা উপেক্ষা করে অন্যজনকে বদলি, অভিভাবক এবং ওই মুক্তিযোদ্ধার সঙ্গে খারাপ আচরণ করেন বলে উল্লেখ করেছেন। তিনি জরুরি ভিত্তিতে ওই কর্মকর্তার বদলির সুপারিশ করেন।

মন্তব্যসাতদিনের সেরা