kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

জমি দখলচেষ্টার অভিযোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের কাজিপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সরিষাবাড়ীর কৃষক এরশাদ আলী। গতকাল মঙ্গলবার দুপুরে কাজিপুর প্রেস ক্লাবে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে এরশাদ অভিযোগ করেন, ‘মনসুরনগর ইউনিয়নের শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম এবং তাদের লোকজন সম্প্রতি আমাদের  পৈতৃক ৯০ বিঘা জমি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে। গত ২৮ আগস্ট শহিদুলরা তাদের মারধরের অভিযোগে আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এজাহারে ৯০ বিঘা জমির মাষকলাই নষ্ট করা হয়েছে বলে উল্লেখ করেছে তারা। অথচ এলাকায় এখনো মাষকলাইয়ের চাষই শুরু হয়নি।’

মন্তব্যসাতদিনের সেরা