kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, মামলা

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিরোজপুরের ভাণ্ডারিয়ায় শহিদুল ইসলাম কবিরাজ নামে (৪০) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। রবিবার বিকেলে পৌর শহরের টিঅ্যান্ডটি সড়কের কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যবসায়ী ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ভাণ্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভাণ্ডারিয়া মহল্লার কাদের কবিরাজের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুলের সঙ্গে একই বাড়ির মিঠু কবিরাজের দীর্ঘদিন ধরে ব্যাবসায়িক বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে রবিবার বিকেলে মিঠু ও তার লোকজন শহিদুলকে তাঁর বাড়িতে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা অচেতন অবস্থায় শহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে  স্থানান্তর করেন।

মন্তব্যসাতদিনের সেরা