kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

নকলায় নদী ও খালের জমি দখল করে বাড়িঘর

নকলা (শেরপুর) প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশেরপুরের নকলা শহরের নদী ও খালের জমি দখল করে প্লট আকারে বিক্রি হচ্ছে। এসব প্লটে ৩০-৪০টির মতো আধা পাকা ও টিনের ঘর তৈরি করে লোকজন বসবাসও করছে। নকলা শহরের একমাত্র বলেশ্বর নদের বুকে দখলদাররা এই প্লট তৈরি করে অবাধে বিক্রি করে যাচ্ছে নামমাত্র মূল্যে। সদর ভূমি অফিস সূত্রে জানা যায়, নকলা শহরের ইশিবপুর ও জালালপুর মৌজায় বিআরএস রেকর্ড মূলে ১৮৭০, ৫৩১ ও ২৪৮ নম্বর দাগ নদী ও খাল হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে, যা ৭০-৮০ ফুট প্রস্থ এবং দৈর্ঘ্য এক কিলোমটারের বেশি। বর্তমানে এই অংশটি দখলদারদের কবলে। ৮৩৪ নম্বর দাগে প্রায় ৩৫ শতাংশ জমি সড়ক জনপদের নামে চূড়ান্তভাবে রেকর্ডভুক্ত আছে। বর্তমানে এই জমিতেও চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে বসবাস করছে প্রভাবশালী কয়েকটি পরিবার। বাহির থেকে মনে হবে এ যেন একটি ভাসমান নগরী।

নদীদখলের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন বলেন, ‘অচিরেই নকলা শহরের এই নদীতে ডেল্টা প্রকল্পের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড খননকাজ পরিচালনা করবে এবং নদীর যে অংশটুকু দখলদারদের কবলে রয়েছে তা দ্রুত উদ্ধার করা হবে।’

মন্তব্যসাতদিনের সেরা