kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

সুনামগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ও সুনামগঞ্জ প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খাসজমি নিয়ে বিরোধের জেরে গতকাল সোমবার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ও সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের তালেব আলী ও ফয়জুল হক গোষ্ঠীর মধ্যে খাসজমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর জেরে উভয় পক্ষের লোকজন গতকাল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই টেঁটাবিদ্ধ হয়ে ওই গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে ফরিদপুরের বোয়ালমারীতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল ভোরে কান্দাকুল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  আহতদের মধ্যে ১৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আশুতোষ ভৌমিক বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

মন্তব্যসাতদিনের সেরা