kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

বান্দাইখাড়া বয়তুল্লাহ সেতুর সংযোগ সড়কে ধস

আত্রাই-রানীনগর (নওগাঁ) প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলার জামালগঞ্জ-বান্দাইখাড়া নামক স্থানে আত্রাই নদীর ওপর নির্মিত ‘ডেপুটি স্পিকার মরহুম বয়তুল্লাহ সেতু’-এর দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে গর্ত আর কাদা পানির কারণে জনগণ ও বিভিন্ন যানবাহনকে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। বিশেষ করে আত্রাই অংশের সংযোগ সড়কে বড় বড় গর্ত ও মাটি দেবে যাওয়ায় বয়তুল্লাহ সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানায়, বয়তুল্লাহ সেতুর দুই পাশের সংযোগ সড়কের যে অবস্থা অচিরেই এর সংস্কার করা না হলে যেকোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ ব্যাপারে রানীনগর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমার বলেন, ‘এরই মধ্যে রানীনগর অংশের কাজ শুরু হয়েছে এবং আত্রাই অংশও পাকা করা হবে।’

মন্তব্যসাতদিনের সেরা