kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

তিন দফা দাবিতে আন্দোলনে ইবি কর্মকর্তারা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিন দফা দাবিতে আন্দোলন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। বেতন স্কেল বাড়ানো, বয়সসীমা বাড়ানো এবং কর্মঘণ্টা পরিবর্তনের দাবিতে গতকাল সোমবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে তারা। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান নেতারা।

সমিতি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কর্মকর্তারা একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা পরিবর্তন করে সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং সাপ্তাহিক এক দিন ছুটি, চাকরির বয়সসীমা বাড়িয়ে ৬২ বছরে উন্নীত করা এবং উপরেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আসছে।

মন্তব্যসাতদিনের সেরা