kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

যাত্রী আন্দোলনের নেতাকে বাসচাপায় হত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিরাই-মদনপুর সড়কে যাত্রী অধিকার আন্দোলনের নেতাকে বাসচাপায় হত্যাচেষ্টার ঘটনায় এলাকাবাসী বাস ও চালককে অবরোধ করে রাখায় তাত্ক্ষণিক সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। গতকাল রবিবার দুপুর ১টায় দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ যাত্রী অধিকার আন্দোলনের কোষাধ্যক্ষ ও জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ নোয়াখালী বাজারে রাস্তার ধারে মোটরসাইকেল দাঁড় করিয়ে বসেছিলেন। এ সময় দিরাই থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন গাড়ি ও গাড়িচালককে ধরে পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে পরিবহন মালিক-শ্রমিকরা তাত্ক্ষণিকভাবে নোয়াখালী এলাকায় রাস্তায় পরিবহন রেখে অবরোধ করে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত বছর একই স্থানে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান কুবাদের বোনের ছেলেকে গাড়িচাপায় হত্যা করে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের মালিকানাধীন গাড়ি। এ ঘটনায় কুবাদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্যসাতদিনের সেরা