kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

সরকারি জমিতে নির্মাণাধীন দোকান ভেঙে দিল প্রশাসন

লক্ষ্মীপুর প্রতিনিধি    

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারি জমিতে নির্মাণাধীন দোকান ভেঙে দিল প্রশাসন

রায়পুরে অবৈধ দোকান উচ্ছেদ

লক্ষ্মীপুরের রায়পুর শহরের পীর ফয়েজ উল্যা সড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন দোকানঘর ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল রবিবার বিকেলে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন দেয়ালটি ভেঙে দেন।

জানা গেছে, পৌরসভার পীর ফয়েজ উল্যা সড়কের মুখে ডান পাশে সরকারি প্রায় দেড় শতাংশ জমি রয়েছে। সেখানে উপজেলা রিকশাচালক মালিক সমবায় সমিতির নামে পাঁচটি টিনশেড দোকানঘর আছে। অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ রিকশাচালক মালিক সমবায় সমিতির হয়ে দোকানঘরগুলো নিজের নিয়ন্ত্রণে নেন। পরবর্তী সময় জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ দোকানঘরগুলো দখলের চেষ্টা চালান। তখন দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে স্থানীয় প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে দেয়।

উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধভাবে সরকারি খাস জমিতে দোকানের নির্মাণাধীন দেয়াল ভেঙে দেওয়া হয়। এ সময় দখলদারদের সতর্ক করে দেওয়া হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি খাস জমি দখলদারদের কোনো ছাড় নেই।

মন্তব্যসাতদিনের সেরা