kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

যশোরে ৬০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি

যশোর অফিস   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরে কমেনি ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে জেলায়। গতকালের তুলনায় এ সংখ্যা আটজন বেশি। সব মিলিয়ে যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২২৫ জন রোগী চিকিৎসাধীন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় এ পর্যন্ত এক হাজার ৩৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ১৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। একজন মারা গেছে। আর চিকিৎসাধীন রয়েছে ২২৫ জন। তাদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ৯০, আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ ও বেসরকারি হাসপাতালে ৩৫ জন।

যশোরের সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় জানান, যশোরে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মূলত বৃষ্টি-পরবর্তী জলাবদ্ধতার কারণে কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলায় এডিস মশা বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর পরিমাণে লার্ভা পাওয়া যাচ্ছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধিতে কাজ চলছে এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা