kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ফরিদপুরে ইঞ্জিনিয়ার মোশাররফ

শিক্ষা ও সংস্কৃতি ছাড়া মানবজীবন অসম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কৃতিচর্চা মানুষকে মানবিক হতে শেখায়। শক্তি সঞ্চয় করতে শেখায়। শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই যথেষ্ট নয়; শিক্ষা ও সংস্কৃতি ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ থেকে যায়। সংস্কৃতিচর্চা মানুষকে সচেতন করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। গতকাল শনিবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরের আফসানা মঞ্জিল চত্বরে বিজয় দিবস ও মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ফরিদপুরের সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুরের সভাপতি আমিনুর রহমান ফরিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর টাউন থিয়েটারের সহসভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার জীবন সদস্য ফোয়াদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা