kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

বড়াইগ্রাম

নাসিরনগরে পানিতে ডুবে সহোদরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে গতকাল শনিবার দুপুরে পানিতে ডুবে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৪) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বসবাসকারী ওই দুই যুবক নাসিরনগরে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। নাসিরনগর থানার ওসি মো. সাজেদুর রহমান ও গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গোয়ালনগর গ্রামের মাসুক মিয়া পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করেন। ঈদুল আজহা উপলক্ষে বেড়াতে আসা মাসুক মিয়ার দুই ছেলে আরমান ও সালমান গতকাল দুপুরে বাড়ির পাশের চিরদিয়া নদীতে গোসল করতে যায়। প্রথমে সালমান মিয়া ডুবে গেলে তাকে বাঁচাতে যায় আরমান। এ অবস্থায় দুজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা