kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী খন্দকার মোশতাক আহমেদের বাড়ি দাউদকান্দি থেকে উচ্ছেদ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও তাঁর প্রতিকৃতিতে ঘৃণা নিক্ষেপ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর ট্রমা সেন্টারে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পক্ষে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

দাউদকান্দি উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও কুমিল্লা উত্তর জেলা সাতটি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী উপজেলার শহীদনগর ট্রমা সেন্টারে জমায়েত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বিক্ষোভ মিছিল খুনি মোশতাকের গ্রামের বাড়ি দশপাড়া যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ বাধা দেওয়ায় কয়েক হাজার নেতাকর্মী খুনি মোশতাকের প্রতিকৃতিতে জুতা-ঝাড়ু নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন করে। পরে প্রতিকৃতি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা