kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ১

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামের কোড়াপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম তাসিম আলী (৪০)। তাসিম ওই এলাকার সেরাজুল ইসলাম হারুর ছেলে। তাঁকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রশিদ বলেন, ‘শনিবার ভোরে তাসিম আলীর ঘরে বিকট শব্দে কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে ঘরের বিভিন্ন অংশ ধসে পড়ে। এ সময় তাসিম ওই ঘরে অবস্থান করায় তিনি পায়ে আঘাত পান। তবে ককটেল কোথায় ছিল বা কেউ ছুড়ে মেরেছে কি না—তা আমার জানা নেই।’ শিবগঞ্জ থানার ওসি সিকদার মো. মশিউর রহমান জানান, আহত তাসিমের খাটের নিচে লুকানো অবস্থায় যে ককটেলগুলো ছিল, সেগুলো বিস্ফোরিত হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা