kalerkantho

পার্বতীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদিনাজপুরের পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তা অমান্য করে বহুতল ভবন নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক জাকিয়া বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর সালন্দার গ্রামের শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বছির বানিয়া বাজারে প্রায় সোয়া চার শতাংশ জমির ওপর মেসার্স সুখী এন্টারপ্রাইজ নামে টিনশেড ঘরে ব্যবসা করে আসছেন। গত ২৮ জুন সকাল ১০টায় হরিপুর মণ্ডলপাড়া গ্রামের আনসার আলী (৪২) ও আনোয়ার হোসেন (৪৫) একটি সংঘবদ্ধ দল নিয়ে নিজ জমি ছেড়ে শফিকুল ইসলামের জমির প্রায় দেড় ফুট জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণকাজ শুরু করেন। এ ঘটনায় গত ৩ জুলাই শফিকুল ইসলামের স্ত্রী জাকিয়া বেগম দিনাজপুর অতিরিক্ত জেলা জজ আদালতে মামলা করেন।

এদিকে শৃঙ্খলা বজায় রাখতে পার্বতীপুর মডেল থানার ওসি ও সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে নালিশি জমির হালত ও দখলীয় প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ জারি করেন আদালত। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে নিজ জায়গা ছাড়াও প্রতিবেশী শরিফুল ইসলামের জমি দখলচেষ্টার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন। সেই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে ১৪৪ ধারা জারি করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত আনসার আলী ও আনোয়ার হোসেন আদালতের স্থগিতাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিক দিয়ে বহাল তবিয়তে বহুতল ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার সাড়ে তিন শতকের মধ্যেই আমি ভবন নির্মাণ করছি। ভিত দেওয়ার সময় অভিযোগকারী নিজেই উপস্থিত ছিলেন।’

মন্তব্য