kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

সহপাঠীকে ধর্ষণ

কর কমিশনারের ছেলে রিমান্ডে

খুলনা অফিস   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের প্রলোভন দেখিয়ে খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এলএলবির এক ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিঞ্জন রায়ের (২৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শিঞ্জন খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহিদুল ইসলাম শুনানি শেষে গতকাল রবিবার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার নগরীর সোনাডাঙ্গা থানায় হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শিঞ্জন রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা এসআই মো. তৌহিদুর রহমান পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর অভিযোগ,  বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসাসহ বিভিন্ন স্থানে নিয়ে তাঁকে শিঞ্জন একাধিকবার ধর্ষণ করে।

মন্তব্য