kalerkantho

সোমবার । ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৫  মে ২০২০। ১ শাওয়াল ১৪৪১

নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত

চার চিকিৎসক অনুপস্থিত, শোকজ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসকাল সাড়ে ৯টা। ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই। পৌনে ১০টার দিকে আসেন হারবাল চিকিৎসক মো. রুকনুজ্জামান। তাঁকে দেখেই অপেক্ষমাণ রোগীরা হুমড়ি খেয়ে পড়ে। এরপর আসেন সেকমো, দুজন স্বাস্থ্য সহকারী ও একজন সিনিয়র নার্স। দুপুর ১টা পর্যন্ত কোনো চিকিৎসককে দেখা যায়নি। এই চিত্র গতকাল রবিবার পাওয়া গেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিষয়টি জানতে পেরে দুপুরে অনুপস্থিত চার চিকিৎসককে পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জানা যায়, হাসপাতালটিতে ২১ জন চিকিৎসক থাকলেও প্রেষণ, ছুটি ও বদলির কারণে ছয়জনকে দিয়েই দীর্ঘদিন ধরে সেবা কার্যক্রম চলছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও চারজন মেডিক্যাল অফিসার। এর মধ্যে আরএমও মো. আকাঈদ হজ পালনের জন্য ছুটিতে রয়েছেন। অনুপস্থিত রয়েছেন খোদ স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) কাজী এনামুল হক, মেডিক্যাল অফিসার সাইদুর রহমান ও নয়ন বেনাথ রয়েছেন নৈমিত্তিক ছুটিতে। এ অবস্থায় জরুরি বিভাগে একমাত্র চিকিৎসক মহিউদ্দিনই দায়িত্ব পালন করেছেন। আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহিউদ্দিন জানান, চিকিৎসক সংকটের কারণে রোগী দেখতে হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা কাজী এনামুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন কামাল উদ্দিন (ভারপ্রাপ্ত) জানান, কাজী এনামুল হকের অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা