kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

মঠবাড়িয়ায় ৫৫ পরীক্ষার্থীর ফল বিপর্যয়

পুনর্মূল্যায়ন আবেদন ঝুলে আছে

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপিরোজপুরের মঠবাড়িয়ায় একটি কলেজের ৫৫ জন এইচএসসির পরীক্ষার্থী ইংরেজি বিষয়ে ফলাফলে বিপর্যয়ের মধ্যে পড়েছে। এসব শিক্ষার্থী অন্য সব বিষয়ে সন্তোষজনক নম্বর পেলেও শুধু ইংরেজি বিষয়ে ফল বিপর্যয়ের মধ্যে পড়ে। এতে তাদের শিক্ষাজীবনে চরম হতাশা নেমে এসেছে। ঘটনাটি উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের।

ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী মুক্তা আক্তার বলেন, ‘আমি পিএসসি, জেএসসি ও এসএসসিতে এ প্লাসসহ মেধাবৃত্তি লাভ করেছি। আশা করেছিলাম এইচএসসিতে জিপিএ ৫ পাব। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ ভুলে ইংরেজি বিষয়ে এক পত্রের নম্বর দিয়ে ফল ঘোষণা করেছে। ফলে আমি ফল বিপর্যয়ের মধ্যে পড়েছি। শুধু আমি নই, আমার সহপাঠী ৫৫ জন পরীক্ষার্থীই এমন বিপর্যয়ের শিকার।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেন, ‘৫৫ জন শিক্ষার্থীই অন্য সব বিষয়ে ভালো নম্বর পেয়েছে। শুধু ইংরেজি বিষয়ে তাদের নম্বর রহস্যজনক। আমার ধারণা, ইংরেজির দুই পত্রের মধ্যে এক পত্রের নম্বর দিয়ে ফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীরা ফলাফল পুনর্মূল্যায়নের আবেদনও করে। গত ১৬ আগস্ট অনলাইনে আবেদনকৃত অন্য সব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন করে ঘোষণা দিলেও শুধু আমার প্রতিষ্ঠানের ৫৫ পরীক্ষার্থীর ফল পুনর্মূল্যায়নের বিষয়টি রহস্যজনক কারণে চাপা পড়ে যায়।’ এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম বলেন, ‘যাদের ফল পুনর্মূল্যায়ন করা হয়েছে শুধু তাদের ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা