kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

দুর্গাপুরে দীর্ঘদিন পর রাস্তায় বিএনপি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর দুর্গাপুরে দীর্ঘদিন পর দেখা মিলল বিএনপির নেতাকর্মীদের। রবিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুর্গাপুর বাজারে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধেও লিফলেট বিতরণ করে তারা। ১০ বছর ধরে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি তাদের। এর মধ্যে গত সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে নিয়ে নড়েচড়ে বসেছিল দলটি। কিন্তু নাদিম মোস্তফার দলীয় প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় এ আসনে বিএনপির নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। নির্বাচনের পর থেকে মাঠপর্যায়ে কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। হঠাৎ করে গতকাল দুপুরে দুর্গাপুর বাজারে তাদের লিফলেট বিতরণ করতে দেখা যায়।

মন্তব্যসাতদিনের সেরা