kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

ধামইরহাট হাসপাতালে রোগীর মৃত্যু

দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা যুবলীগের সহসভাপতি রবিউল ইসলামের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলা ক্যান্টিন চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধামইরহাট সচেতন যুবসমাজ এ কর্মসূচির আয়োজন করে। তাদের দাবি, চিকিৎসা অবহেলায় রবিউল মারা গেছেন। গত ১০ আগস্ট রাত দেড়টার দিকে বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন রবিউল। কিন্তু জরুরি বিভাগের কলাপসিবল গেট বন্ধ এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাই ঘুমিয়ে থাকায় চিকিৎসক দেখার আগেই তিনি মারা যান।

মন্তব্য