kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

শুল্ক ফাঁকির তথ্য দাতাদের হুমকি শ্রমিক লীগ নেতাদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক ফাঁকি নিয়ে সাংবাদিকদের কাছে তথ্য দেওয়ায় সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে মারার ঘোষণা দিয়েছেন বন্দরের শ্রমিক লীগ নেতারা। সোনামসজিদ স্থলবন্দরে বৃহস্পতিবার প্রকাশ্যে বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার সকালে শিবগঞ্জ থানায় জিডি করেছেন এক ব্যবসায়ী।

গত ৪ আগস্ট সোনামসজিদ স্থলবন্দরের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে কালের কণ্ঠে ‘শুল্ক ফাঁকির রমরমা কারবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বন্দরের অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেছিলেন কয়েকজন সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বন্দর এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ। সংগঠনটির সভাপতি সাদেকুর রহমান মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোকলেশুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য সেতাউর রহমান, হারুনুর রশিদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা