kalerkantho

মঙ্গলবার । ১২ ফাল্গুন ১৪২৬ । ২৫ ফেব্রুয়ারি ২০২০। ৩০ জমাদিউস সানি ১৪৪১

ময়মনসিংহে মাছ খামারিদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমদানি জটিলতায় মাছের খাবারের সংকট দেখা দিয়েছে ময়মনসিংহ অঞ্চলের মাছের খামারগুলোতে। গত প্রায় এক মাস ধরে এ সমস্যা চলছে বলে জানিয়েছেন খামারিরা। এ সমস্যা সমাধানের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ময়মনসিংহের মাছ খামারিরা।

বিক্ষোভকারীরা জানায়, ময়মনসিংহ অঞ্চলে পাবদা, শিং, মাগুর ও শোল মাছের চাষ হচ্ছে ব্যাপকভাবে। কিন্তু গত এক মাস ধরে এসব মাছের খাবার কিনতে পারছে না খামারিরা। আমদানি জটিলতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা জানায়। এ সমস্যার দ্রুত সমাধান চায় বিক্ষোভকারীরা।

মন্তব্যসাতদিনের সেরা