kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

আলফাডাঙ্গা

ইউএনওর কক্ষে ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর স্বামীসহ অজ্ঞাতপরিচয় আট-দশজন হামলায় যোদ দেয়। এ সময় অফিস সহকারী উকিল হোসেনকে মারধর করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী উকিল হোসেন বলেন, ‘তারা আমাকে মারধর করে।’

মন্তব্যসাতদিনের সেরা