kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

ছয় দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র তারেকের

লক্ষ্মীপুর প্রতিনিধি   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. তারেক (১২) ছয় দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় তার বাবা মো. জাবেদ হোসেন গত মঙ্গলবার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, তারেক উপজেলার দক্ষিণ চররুহিতা গ্রামের বাসিন্দা। গত ২ আগস্ট রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তারেক ঘর থেকে বের হয়। বের হওয়ার সময় সে ঘরের একটি মোবাইল ফোনসেট সঙ্গে নিয়ে গেছে। কিন্তু কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। সঙ্গে নেওয়া মোবাইল ফোনসেটটিও বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। তাকে সুস্থভাবে ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছে স্বজনরা।  দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক উল্যা বলেন, ‘তারেক নিখোঁজ হওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

মন্তব্যসাতদিনের সেরা