kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

মণিরামপুর

জমির বিরোধে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযশোরের মণিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই মকবুল গাজীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে দেবিদাসপুর গ্রামে ঘটনাটি ঘটে। এরপর থেকে অভিযুক্ত ছোট ভাই মফু গাজী পলাতক।

মকবুলের স্ত্রী কহিনুর বেগম অভিযোগ করেন, ‘জমি নিয়ে আমার স্বামী ও দেবর মফুর মধ্যে বিরোধ ছিল। এর জেরে সে প্রায়ই আমার স্বামীকে হত্যা করার হুমকি দিত। কয়েক দিন আগে বিরোধপূর্ণ জমি থেকে আমাদের রেইনট্রি গাছ কেটে বিক্রি করে সে। এতে আমার স্বামী বাধা দেয়। এ নিয়ে মফু আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সকালে (গতকাল) আমার স্বামী বাড়ির সামনে নিজের সারের দোকানে বসে ছিল। তখন বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে দোকানে যায় মফু। সেখানে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সে। চিৎকার শুনে গিয়ে দেখি, আমার স্বামী মাটিতে পড়ে আছে। তাঁকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

অন্যদিকে মকবুল-মফুর মা নাছিরন বেগম অভিযোগ করেন, ‘১০-১২ দিন আগে আমার ছোট ছেলে মফু ঘরে ঘুমতি (ঘুমাতে) দেবে না বলে আমার বালিশ-কাঁথা বাগানে ফেলে দেয়। আজ (গতকাল) আমার বড় ছেলেরে খুন করিছে। আমি আমার বড় ছেলের খুনের বিচার চাই।’

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ বসু জানান, হাসপাতালে আনার আগেই মকবুলের মৃত্যু হয়েছে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশের পিঠে ও পেটে কোপের চিহ্ন আছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও ঘাতককে আটকের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা