kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ থেকে ২১ নভেম্বর

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ১৭ থেকে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর জানান, গত সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ১৭ থেকে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সভায় উপস্থিত থেকে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেন। তিনি আরো জানান, ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদান করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা