kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

দুই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুর হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হয়। গতকাল রবিবার সকালে এ কর্মসূচি পালিত হয়। ফরিদপুর হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজটি শহরের কমলাপুর এলাকায় অবস্থিত। কলেজের অধ্যক্ষ সেলিম মো. বদরুদ্দোজার বিরুদ্ধে দুর্নীতির এবং একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মামুনার রশিদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি এবং বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তির অভিযোগ আনা হয়েছে। জেলা প্রশাসক বলেন, ‘এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা