kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

দিনাজপুরে দোকান পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুর শহরে দোকানে আগুন লেগে দুই লাখ টাকাসহ ২৯ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। গত শনিবার রাত পৌনে ৩টায় শহরের উপশহর হাউজিং মোড়ের চারটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হন। কিন্তু এ সময় বৈদ্যুতিক লাইন বন্ধ না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে পানি ছিটাতে পারছিলেন না। আগুন নেভাতে বিলম্ব হওয়ায় দোকানের বেশির ভাগ মাল পুড়ে গেছে। দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বৈদ্যুতিক লাইন বন্ধ থাকলে দ্রুত আগুন নিভিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত।

 

মন্তব্যসাতদিনের সেরা