kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ, পানিতে তলিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীতে পুলিশের হাত থেকে বাঁচার জন্য এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়েছেন। কিন্তু পুকুরের পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে তাঁর। গত শনিবার (৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে নগরীর বড় বনগ্রাম চকপাড়া এলাকায় পুলিশকে দেখেই ওই ব্যক্তি পুকুরে ঝাঁপ দেন। নিহত ওই ব্যক্তি চকপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (৩৮)। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।   

নগরীর শাহমখদুম থানার ওসি হাফিজুল ইসলাম জানান, শনিবার রাতে শাহমখদুম থানা পুলিশের একটি দল চকপাড়া জিয়া পার্ক এলাকায় টহল দিচ্ছিল। এ সময় পুলিশকে দেখে হঠাৎ করেই ইকবাল পার্কের পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পুলিশ সেখানে যেতে যেতেই তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মৃত অবস্থায় ইকবালকে উদ্ধার করেন। পরে পুলিশ ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্যসাতদিনের সেরা